জীবনের মানে দেখি মোরা
সবার অন্তরালে,
আত্মার স্বাধীনতা আটকা পড়েছে
বিবেকের জালে।
হে মানব ! তোমরা যেন বড়োই অদ্ভুদ
সুযোগ পেলেই ব্যস্ত থাকো
ধরতে পরের খুদ।  
মানুষের আত্মা, তুমি যেন মৃত
ভালোই ছিড়তে জানো পরের সুতো
চাহিলেই গাইতে পারো সুখের গান
যদি থাকে দেহে এক মুঠো প্রাণ।
জানো ! আত্মার মুক্তি তখনই মেলে
দেহ থেকে নীরবে প্রাণ সরে গেলে।