জীবনকে যেভাবে পেলাম
বুঝলাম তাকে যখন
সে ছিল অবুঝ, অভুক্ত!
যার প্রিয় রঙ ছিল না
ভাললাগা কোন নারী ছিল না
নারীর দেয়া দুঃখ ছিল না
হৃদয়ে ক্ষত ছিল না।
একদিন এলো সে প্রাপ্তির ঝুলি ভরে
প্রিয় রঙ হয়ে এলো আকাশের নীল
ভাল লাগার নারী এলো তিলোত্তমা হয়ে,
যেন এতটুকু পাওয়ায়
সব পাওয়া হয়ে গেল!!
অনাগত দিনগুলি বুঝি এভাবেই কাটাবে সে !
কলেজ জীবনের শুরুর
দ্বিতীয় দিনের তৃতীয় ঘণ্টায় দেখলাম তাঁকে
অনুভব করলাম বুকের ভেতরে শুন্যতা
বুঝলাম ভাল লাগে ভালবাসি
সেই থেকে সে প্রিয় নারী।
যেদিন প্রথম মুখোমুখি হলাম তাঁর
বুঝিনি কেন কম্পিত হচ্ছে বুকের ভেতর?
সে কম্পন যেন ভাঙছে নদীর পার
ফেনায়িত করছে বালুকাময় সৈকত
উত্তাল ঢেউয়ের দোলায়;


অপ্রত্যাশিত প্রত্যাখানে জন্ম নেয়া
নতুন জীবন হলো ধুসর- বর্ণহীন
হৃদয়য়ের সারা গায়ে দগদগে ক্ষত নিয়ে
চলছি গন্তব্যহীন অন্ধকার পথে পথে......