.
বাংলা আমার স্বাধীনতা আমার
     লাখো শহিদের দান,
শহিদ ভাইয়ের রক্তে লেখা
  বিজয়ের গান।
.
দানব এলো ধ্বংস রূপে
মারল মানুষ কত,
পুড়ল মন্দির পুড়ল ঘর
গ্রাম যে শত শত।
.
নিজ জীবন বাজী রেখে
লড়েছিল মুক্তি সেনা,
তাদের কথা বাংলার মানুষ
কখনো যে ভুলবে না।
.
ধর্ষিতা বোনের স্বতীত্বে কেনা
বাংলার স্বাধীনতা,
পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে
শেষ হবেনা ইতিকথা।
.
মুছতে চেয়েছিল পাকবাহিনী
বাংলার আকাশ বাতাস,
বাংলা মায়ের দামাল ছেলেরা
লড়েছিল নয় মাস।
.
মোরা বাংলার নবীন যোদ্ধা
গাইছি বিজয়ের গান,
দেশবাসী সকলের মুখে
স্বাধীন হাসির বান।
.
(০৮-১২-২০১৭)