.
.
চেয়েছিলাম আমি যখন বড় হব,
ছোট্ট একটা সংসার গড়ব।
.
থাকব আমি মিলে মিশে,
হিংসা বিদ্বেষ পায়ে পিষে।
.
আমার সেই স্বপ্নটাকে
ভেঙ্গে দিল রাস্তার বাঁকে।
.
সহসা এক নর পিশাচ,
পতিতা বানালো আমায় আজ।
.
আমি ধর্ষিতা, আমি পতিতা
আমি অজোপাড়া গাঁয়ের কবিতা।
.
আমি ইচ্ছায় খুলিনি কাপড়,
নির্যাতন করা হয়েছে আমার উপর।
.
তবুও কেন আমি পতিতা বলে গণ্য।
ওরা কেড়ে নিল আমার সুখের অন্ন ।


যারা আমায় ধর্ষিতা বানালো
তারা আছে বেশ সুখে,
কেন আমি ধর্ষিতা, কেন পতিতা?
সবার মুখে মুখে?
.
আমি কবিতা বলছি, আমি ধর্ষিতা,
আমি নষ্টা ; আমি পতিতা।
.
ওরে নর পিশাচের দল সাবধান হুশিয়ার,
কারো গায়ে লিখাস না ধর্ষিতা নাম আর।
.
এই বাংলায় পাই যদি কোন
ধর্ষিতার খোঁজ,
কেড়ে নেব তোদের
দিবা নিশির ভোজ।
.
কোথাই তোরা আজ


নর পিশাচের দল,
আল্লাহ নিজ হাতে দেবেন তোদের কু-কর্মের ফল।
.
.


.
রচনাকাল: ২০/১০/২০১৬ইং (রাত ৮ টায়)