.
.
উৎসর্গ: স্নেহের ভাগিনা মুঈনুল ইসলাম নিয়াজ
.
.
.
২২শে ফাগুন সোমবার দিবাগত রাতে,
তুমি এসেছিলে এ ধরাতে।
.
.
তোমার পুতুল পুতুল
ছোট্ট মুখ খানি দেখে,
ভেসেছিলাম সবাই
আনন্দ জোয়ারে।
.
.
তোমার জন্য তোমার মা
সহেছে অনেক কষ্ট,
সরল পথে চলো তুমি
হইও না কো পথ ভ্রষ্ট।
.
.
মা-বাবা ও স্বজনদের সাথে
থাকবে তুমি মিলে মিশে,
ঝগড়া বিবাদ করবে না কো
হতে হবে তোমায় আদর্শ ছেলে।
.
.
চলবে তুমি সরল মনে
হিয়ার সাথে যুদ্ধ করে,
হিংসা-বিদ্বেষ ভূলে গিয়ে
নেবে সবাইকে আপন করে।
.
.
মহান দাতা আল্লাহ তায়ালা
সুন্দররুপে সর্বাঙ্গ করেছেন তোমায় দান,
এবাদত ও বন্দেগির মাধ্যমে
দিতে হবে তার প্রতিদান।
.
.
ভেবে চিন্তে করবে কাজ
সময় মহা-মূল্যবান,
সময় ফুরালে ____
পেতে হবে  পরিতাপ।
.
তোমার ভবিষ্যৎ হোক উজ্জল
পূরণ হোক সকল বাসনা,
আমার সোনা নিয়াজকে
এ আমার শুভ কামনা।