যদি ফিরে’ই না আসো
যদি ভালো’ই না বাসো
তবে কেন মিছে আশা
নিরাশা কাঁদাও ভরসা।


দেখা না পাওয়া মনে
জানে শুধু জানে প্রাণে
কেন এসেছিলে মনে
দুয়ার খুলে এ প্রাণে।


স্মৃতি ভরা রুদ্র ঝরা
ঝরা পাতায় হেটে ছিলে
হাতে ধরে হাত, দূরে
খেয়া পাড়ে চড়ে ওপাড়ে।


তবে কেন ভালোবেসে
নিমিষে ধূযাসা ভেসে
হারালে কোল খেয়ালে
পুড়ে স্বপ্ন নীল চরে।


হেলায় খেলায় গেল
বেলা,অবহেলা তলে
ছলে বলে ব্যথা কালে
প্রিয় তুমি এসো মিলে।


পুরানো দিনে মতো’ই
কতো সুখ ছড়াই
দূরে বেড়াই নীলিমায়
ভালোবেসে যে তোমায়।


করো’না অর অভিমান
দহনে পুড়িয়ো না মন
চলো রে নতুন বসন্তে
বাসনা বিলাসো প্রান্তে।


থেকো’না আর দূরে
অভিমান করে
উছাঠন বিরহে পুড়ে
সকলি ভুলে চলো।
আবারো নতুন দুয়ার খুলে
প্রেমোময় পেয়ালা তুলে
চলো চুমুক দেই
দু’জনে এক হই।


বন্ধন করি মন্দ ঝেরে
সুখ কুড়িয়ে একে অপরে
মিশে যাই এক মোহনার তরে
বারে বারে মিনতি তোমার দ্বারে।


অভিমানি মন ভেঙ্গে দিয়ো’না এখন
চলো চলো নির্জনতায় এই ক্ষণ
কাটাই দু’জনে মনের আলোরন
মনের এই বসন্ত সমীরণে।


উদাস বাউল হবো আউলা চুলে
সুখের নির্যাস নিবো নিমেষে
লাল রঙে সাজিয়ে মনের আঁলপনায়
লালে লাল হবো উতলায় ভালোবেসে।


পরশ বুলাবো চাওয়ায়
পাওয়া গুলোর নিয়ে
দুল পাকিয়ে আঁকিয়ে দিবো
পড়াবো তোমার গলে।


চলে এসো প্রিয় ,এসো
থেকো’না আর এবেলা দূরে
প্রাণের মানুষ ছেড়ে
একা একা বসে নির্জনে।


সারা দাও,
দিয়ে অভিমানের আঁধার গুছাও
বসে একা তোমা অপেক্ষায়
ও প্রিয় প্রাণের, প্রিয় সম
এসো এই প্রেমো বসন্তে মম।