ছাড়বো না কখনো, মানবো না অপমান
হাসঁবো না কখনো, না দিলে সম্মান
গাইবো শুধু বিপ্লবী গান,আনবো ছিনিয়ে
হবে তোমারি জয়গান,ব্যবিচারে পাবে তার প্রতিদান।


জগতে কতো পিতা আছে শত শত
সকলি কি হতে পারে তোমারি মত
দীক্ষা নিয়ে শিক্ষা দাও,এ মহৎ কোথায় আছে এত
তোমারি মত,সদা গুনে মহত্ত্বের মত।


কতো কতো শত,সকলি অত্যাচারি মিথ্যেচারী যত
কখনো দেয না,থাকতে ভালো,পুড়ে শুধু জ্বালায় ক্ষত
ভদ্রতার মুখোশে সভ্য সমাজে লেবাসে সকলি ভালোবাসে
মুখে মুখে শুধু,বাহিরে ভালো বলে,অন্তরে নাহি বলে চলে।


তারা জগৎ সংসারে সভ্যতার কুটি নারে
বেড়ে ওঠে অবাধে বাড়ে,তাড়া নাই কোন পাড়ে
কতো বিধান সমন করো জারি
আর কতো লাঞ্চিত হবে সমাজ ভরি ভরি।


কবে রুখবে এমন নাজেহালি কর্ম বিধান
বাধঁন ছিড়া পালের মতো উড়বে স্বাধীন এ মন
আসবে কথন সমাঝতা সমাজের সুখের বারতা
করি আলিঙ্গন মঙ্গলে মমতায় সদা সত্যের পাতায়।


বিধাতা তুমি আছো মিশে, ধর্ম বর্ণ নির্বিশেষে
তুমি পারো মারতে বাচিঁয়ে রাখতে
ধ্যনে মনে গুনগান গাইতে,কে করে তোমায় আজ স্মরনো প্রাণ
যে করে না সেই আজ হয় বিপত্তিতে আগোয়ান।


তবে কেন এমন ঘন ঘন মন ভাঙ্গে জালিম অশালিনে এখন
বলি সবল কেন সজাগ হয় না,দূর্বলের মরা আর মনে সয়’না
কবে যাবে অপবাদ,নিঃশেষ হবে সকলি দূষনের জাত
আসুক সুপ্রভাত,সুদিনের অপেক্ষায় মুচে যাক ধুয়ে যাক সব অপবাদ।