সব দুঃখের দুঃখী তুমি যে
সব আবেগের ভাষা।
এ বিপুল বিশ্বে জাগিয়েছ
নূতন চেতনার আশা
তই তো কবিতার জগতে আজও
উজ্জ্বল রবির মত বিরাজ।
বৃহৎ এ বিশ্বে ছড়ায়ে দিয়েছ
তোমার বাণী।
সুদুর নক্ষত্র লোকের কতটুকুই
আমরা জানি!
তুমি যে চির প্রবাহী ,
নিজ লেখনিতে উচ্ছলিত
ভরপুর এক নদী_
তোমার গানে বেদনা হত মনে
জাগাই প্রাণের আশা।
তোমার ছন্দ, সে যে
বিশ্ব প্রকৃতির ভাষা।
তোমারে করতে বসেছি বিষ্লেষণ,
যানিনে তাহাতে লাগবে কত সন!
আদৌ পারিব কি তাহা_
শুধু যানি,এ যে আমারি মূঢ়তা।