চাঁদ
মাদকতায় পূর্ণ একটি গোলোক',
রহস্য আবৃত তার অন্তরে।
কতনা খাদ কলঙ্ক_
ঠিক যেন পৃথিবীর ব্যথিত ব্যঙ্গ চিত্র!
আস্থি সর্বস্ব জরাজীর্ণ ব্যস্ত রাস্তায়
অভুক্ত গৃহহীন অজাচিত কলঙ্ক...
পূর্ণস্নাত তার ধারায় ।
আধো অন্ধকারে অর্ধ রূপকে,
আমার তন্ময় ভাঙে_
অবাক হয়ে যাই
আমরা কি চাই!
তারা ঢেকে দাঁড়িয়ে
পাঁচতারা অট্টালিকা।
উজ্জ্বল আলোয় উন্মুক্ত দ্বার,
অভ্যর্থনা জানায় রক্ষক ।
আমরা শার্ট বুট পরে,পেন্সিল হাতে,
শত স্বাদের সম্ভারে _
উন্মুক্ত  জানালা'  আচ্ছন্ন চাঁদ,
মেজাজে কবিতা লিখি।
'শুকনো চোখের শুন্য দৃষ্টিতে
এক ফোটা চন্দ্রালোকের উজ্জ্বল উপস্থিতি '।