ছোট্ট আমার খাতা খানি,
পাতায় পাতায় স্মৃতির খনি।
ছোট বেলার ছেলেখেলা,
হেলায় লেখা তুচ্ছকথা।
ছেঁড়া পতায় নৌকা গড়ি,
স্মৃতি নয় সে মোর স্বপ্ন তরী।
ক্ষুদ্র মনের তুচ্ছ কথা,
কাগজ কালির ভাসিয়ে ভেলা_
ঢেউএর মাঝে স্বপ্ন রঙিন,
এই ধরাতে আমিও নবীন।
মরুভূমির তপ্ত বালি,
শুকনো গাছের একটি পাতা_
উদাস মনে ঝোড়ো হাওয়া,
এলোমেলো স্মৃতির পাতা!
স্বপ্ন স্মৃতির ঝাপসা চোখে,
আলোর রেখা টানা।
ভাসিয়ে ভেলা উড়িয়ে নিশান,
নূতন রঙে রাঙা!
পালক ভেলা ভাসিয়ে সেথা,
জীবন্ত সব নতুন আশা।
কল্পনার সেই ডানামেলে,
বাস্তবের এই সীমা ছেড়ে,
ঝর্ণা গানে ,পাখির মত
স্বপ্ন মায়ায় সদ্য ফোটা
পাপড়ি কুঁড়ির নূতন দূত।।