নৈশব্দ কে ভালোবেসেছি।
কারণ সে মিথ্যে বলেনা।
কথার ছলনে ভুলায়ে
কাউকে সে বাঁধেনা।
রাতের গভীরে সবার আড়ালে,
ঝড়ে তছনছ হয় অন্তর।
একা অন্ধকারে নীরব রোদনে,
সঙ্গ দেয় নীরবতা।
মিথ্যে সহানুভূতির আড়ালে,
কখনো ব্যাঙ্গ করেনা।
শুনশান ফাঁকা রাস্তায়,
নিয়ন আলোর নিচে
যখন, স্তব্ধতা জড়ো হয় ;
শূন্যতার মাঝে,একরাশ যন্ত্রনা
সরীসৃপের মতো, বুকে হেঁটে উঠে আসে।
কাঁধে হাত রেখে পাশে বসে!
নির্বাক স্তব্ধতা গায়ে মেখে,
নীরব অনুভূতি কথা কয়!
        --------------