মৃত্যু আসেনি, তাও
মরেছি অনেকবার।
বাঁচার খোঁজে লড়াই।
স্বপ্নগুলো ছারখার।
ফিনিক্স নাকি মরেও বাঁচে!
জন্মনেয় ছাই গাদায়?
মানুষ বোধহয় বেঁচেও মরে,
শরীর বোঝা বয়ে বেড়ায়।
চেতনা তো আমারো ছিল,
হারিয়ে গেছে কোন অজানায়।
ঘূর্ণি পাকের চরকি ঘোরে,
দাঁড়িয়ে দেখি এক কিনারায়।
শব  দেহ হেঁটে চলে।
জীবন পোড়ে ধিকি ধিকি।
তুষের আগুন ছড়িয়ে পড়ে,
ধ্বংস লীলা চারিদিক ই।


এখন তো রোজ শূন্যে হারাই.....
চারিদিকে উড়ছে যে ছাই!
ভস্ম মাঝে হাতড়ে বেড়াই,
যদি কোনো স্বপ্ন খুঁজেপাই।
হোকনা রঙিন,নয় বিবর্ণ;
আধ পোড়া বা অর্ধ মৃত,
আস্তাকুড়ে তাদেরমাঝে
থাকে যদি কেউ জীবিত,
যত্ন করে কুড়িয়ে নেবো,
আঁজলা ভোরে দুহাতে,
শুকিয়ে যাওয়া জীবন টায়
সোনার কাঠি ছুঁইয়ে দিতে।