স্বপ্ন আমার প্রাণ ছুঁয়েছে দূর দিগন্ত বাকে
কে আমাকে নাম ধরিয়া পিছন থেকে ডাকে
সবুজ পাতা অবুঝ হয়ে মিষ্টি হাওয়ায় নাচে
ঝিঝি পোকা ছন্দেতালে ডাকছে আরো কাছে
তার অদূরে নদীর ধারে আমার ছোট্ট গ্রাম
সারি সারি গাছ গাছালি জাম জারুল আর আম।
হেমন্তে হয় নবান্ন আর শীতে নানান পিঠা
গাছে হরেক ফল ফলাদি টক তিতা আর মিঠা
নীল আকাশে মেঘের ভেলা ভাসে ঋতু শরতে
বসন্তের ঐ রূপের বাহার সাজান শত পরতে
রুক্ষ বেশে গ্রীষ্ম আসে বর্ষায় ভাসে খাল বিল
বিশ্ব জুরে ছয়টি ঋতুর নাই কোথাও এত মিল।