আমি তো মেনেই নিয়েছি এভাবেই
যেখানে মেঘ নেই বৃষ্টি নেই শুধু আছে খরা
যেখানে আলো নেই সুর্য নেই আছে শুধু জড়া
আমি তো হেটেই চলেছি অবিরাম
যে চলায় ক্লান্তি নেই,নেই কোন বিশ্রাম
সাথে মোর সঙ্গী নেই,খুঁজে নেব আশ্রম
বিশাদের রঙমাখা দিগন্ত ডাকে আমায়
ক্লান্ত দুপুর গড়ায় নিলাভ বিকেল একাকি ঘুমায়
দিনান্তে গোধূলির লালিমায় ভাসে সবুজ পৃথিবী
আমি চেয়েথাকি অপলক তখনও দেখেযাই সবই
আমি তো মেনেই নিয়েছি এভাবেই
পৃষ্ঠাগুলি ঝাপসা হয়ে আসে অসার জীবনের
মরন ফনা তোলে জ্বালাময়ী ভুবনের
সময় ফুরায় তবু ভুলে থাকি খেই
আমি তো মেনেই নিয়েছি এভাবেই
পিশাচের গর্জন শুনি অনাগত দিনের
অনুজ পাইনি খুঁজে শোধ দিতে ঋণের
সারাদেব আমি ডাকোক না যে ই
আমি তো মেনেই নিয়েছি এভাবেই
কষ্টের দ্বার খুলে দেখি কোন সারােনই
মেনেই নিয়েছি শেষে এভাবেই .......