গোধূলি


লালিমা মাখা গোধূলি দেখা,
ছোট্ট বেলার নেশা।
হালকা আলোয় সন্ধা কালোয়,
টাটকা রক্ত মেশা।
এই পৃথিবী ব্যস্ত খুবই,
সান্ধ কালীন কাজে।
আমি তখন মন্ত্র মোহন,
একলা মরি লাজে।
কতো কিছুর মুর্তি দেখি,
কতো ভাষার অক্ষর।
মেঘের মায়ায় রঙের কায়ায়,
রেখেছে যে স্বাক্ষর।
তোমার কথা আমার কথা,
লেখা আছে সেথায়।
লাল আকাশে স্পষ্ট ভাসে,
বৃক্ষগুলির মাথায়।
আমার ছবি তোমার ছবি,
আঁকা আছে রঙে।
কতোরকম আকৃতি আর
কতোরকম ঢঙে।
তোমার কুলে আমর মাথা,
নুয়ে তুমি কইছ কথা।
আমি সুখে গভীর ঘুমে,
জাগাও তুমি ললাট চুমে
আঁকা আছে সেথা।