পতাকার রং
--------- গোধূলি আকাশ


সবুজ এই দেশে প্রকৃতি হাসে
শতো নদী বয়ে যায়।
পলিমাখা জমি উর্বর ভূমি
কতো সুরে পাখি গায়।
ইবনে বতুতা ইলতুত মিস
এসেছে এদেশ দেখতে।
শতো পন্ডিত কতো পুরোহিত
ব্যর্থ পুরোটা  লিখতে।


কতো কোলাহল নদী ভরা জল
হাওর বাওরে মাছ।
সুন্দরবন পাখির কুজন
ফুলে ফলে ভরা গাছ।
বড় বিশ্ময় জানে নিশ্চয়
নিদারুণ ইতিহাস।
প্রতিবার আসে চেনা রোদে হাসে
বিজয়ের এই মাস।


একদিন এদেশে হায়নারা আসে
কেড়ে নেয় লাখো প্রাণ।
হাজারো মায়ের বসন গায়ের
খুলেফেলে সাথে মান।
বিরল ঘটনা দিল যে যাতনা
পৃথিবীর ইতিহাসে।
রক্তের হুলি খেলেছে ঢালি
বিছানো সবুজ ঘাসে।
সবুজ আর লালে এক সাথে মিলে
যতনে হল আঁকা।
লেখা হল নাম জানে ধরা ধাম
আমাদের এই পতাকা।