হে পথিক একটু দাড়াও, কথা শুনে যাও
আমায় সঙ্গী করে সাথে নিয়ে যাও।
তারার ভ্রুকুটি হেরি বিমগ্ন বদনে,
শিরায় কাঁপন জাগা বিভোর কাননে।
দীর্ঘ অপেক্ষায় পাবো যে দেখা,
পড়ে দেখ অমলিন ললাট লেখা।
গগনে জোৎস্নার প্রলেপ লেপন,
বিদিশায় হেরি তব ভগ্য কোপন।
শরতের মেঘে মেঘে ভাসিয়েছি তরি
গোধূলির প্রতীমা দেখে লাজে মরি মরি।
তোমার চোখের নেশায় সাগর সাজে,
উত্তাল তরঙ্গ ধ্বনি শ্রবণে বাজে।
তুমি কি যাদুর বাঁশি?
ক্ষণে কাঁদি ক্ষণে  হাসি।
হে পথিক একটু দাড়াও, কথা শুনে যাও
আমায় সঙ্গী করে সাথে নিয়ে যাও।
একাকি দূরের পথ কেন যাবে বল?
দীর্ঘ পথে দুজন সাথী হই চল।
বিরাণ মরুর তুমি স্নেহ মরিচিকা,
ইশান কোণে জ্বলে প্রলয় শিখা।
বাতায়ন খোলা মোর এসো সমিরণে
শীতল পরশ মাখো দেহ তনু মনে।
দিগন্ত ছাপিয়ে এসো মম এই কুটিরে
প্লাবনে বান ডাকো আজ হৃদয় জঠরে।
কতো কাল থেমে মোর প্রাণের স্পন্দন,
কি করে যে ভুলেছিলে জনমের বন্ধন।
কতো যে দাড়িয়ে এই পথের ধারে,
স্মৃতির ভ্রমে ডাকি অচেনা কারে?
হে পথিক একটু দাড়াও, কথা শুনে যাও
আমায় সঙ্গী করে সাথে নিয়ে যাও।
যাছিল মরমে চাওয়া, পেয়েছি পরম পাওয়া
ফেলে যেওনা-
যে কথা শুনেছি দূরে, অচেনা করুণ সুরে
গাওয়া হলনা।
দুঃখিরে দুঃখ দিয়ে কি যে সুখ পাও!
হে পথিক একটু দাড়াও, কথা শুনে যাও
আমায় সঙ্গী করে সাথে নিয়ে যাও।