জীবন থেকে শিখেছি ঢের বাকী পথ বহুদূর
তৃষ্ণাতপ্ত বালুকা বেলায় চাতকের বিরহী সুর
বিবাদ চলে বৃষ্টি ও মেঘে সমীর উদাসী
সন্ধার আকাশ তারা ঝিলমিল বেদনা সুবাসি
ঝিঝি পোকারা ধ্যান ভেঙ্গেছে বেদনা বিলাসি মন
সুখ তালাশে মুসাফির আজ যে ছিল আপন জন
ঘাস ফড়িং এর পাখার বাতাস শীতল করে হিয়া
বর্ষা বনে কদম খোলে গন্ধ বিলায় কেয়া
এভাবেই তো কদিন আর চুকে যাবে ঋণ
এরি ফাঁকে পথের বাঁকে বাজবে বিদায় বীণ...