হে মানব সমাজ ভুলিয়া গিয়াছ কি
জাপানের সেই হিরোশিমা , নাগাসাকি
আজ থেকে সাত দশক আগে, আমেরিকা
সেথা ছুড়েছিল আনবিক বোমার যবনিকা
ভূলুন্ঠিত মানবতার সেই কলঙ্ক
কত নিষ্পাপ প্রাণ হত , যান কি সে অঙ্ক ?
সেদিন যারা বেছে গেছে কোন মতে প্রাণে
জীবন্ত দগ্ধ হওয়ার কি জ্বালা তারাই শুধু জানে
সে এক চরম বিভীষিকা , যেন কেয়ামত !
আজো তারা বয়ে বেড়ায় তারই আলামত
এখনো মায়েরা সেখানে করছে জন্মদান
বীভত্স চেহারার , বিকলাঙ্গ সন্তান
সেই হিংসা ও বিভীষিকার যাহারা প্রসূতি
আর্তনাদের সে আর্তি , উত্পীড়িতের শাপ তাদের প্রতি
ভেঙে চুরমার হোক তদের অহংকার
আর যেন কেউ না করে এমন প্রাণ সংহার
হে মানব সমাজ শোনো এ মিনতি
মানুষ যদি হও , বিনম্র হও মানবতার প্রতি