পেয়েছিল হাজারো ফুলের সুবাস
তাই, ভালবেসে ভূস্বর্গ বলে গরেছিল নিবাস
মন ভরে, প্রাণ ভরে নিতে শ্বাস
মনোহর গ্রাম সুখবিলাস


সেখানেই জন্ম আমার, বেড়ে উঠা
পথ চলা, কথা বলা, জীবন সূচনা
যেখানে তারারা সারাদেয়
সাথি হয়ে পথ চলে জোছনা


সারা দেশ ঘুরি সুখ খুঁজি ফিরি
না পেয়ে সন্ধান
রিক্ত- তৃষিত নয়ন স্বপনেতে সুধু
শুনি তারই আহবান


পলাশ শিমুল ডাকে আয়
হিজল তমাল বটের ছায়


সাদা বালুচর, শিলকের স্বচ্ছ জল
শরতের শুভ্র-কোমল কাশফুল
মেঠো পথ, লজ্জাবতী লতা
আমি শুনি তার না বলা কথা


হলদে কুটুম পাখি
ডালে ডালে নাচি নাচি
কুটুম যে আসছে বাড়ি
বলে, আমি পাসে আছি


বসন্তবৌরি, হলদেকুড়ালি
দোয়েল, পাপিয়া বলে ডাকিয়া
ভ্রমরের গুঞ্চন, কোকিল কুজন
কি করে থাক ভুলিয়া !


আমি ভুলিনি, কখনো ভুলব না
সে সুখ,সে সৃতি আমি খুজে পাব না


যখন যেথায় থাকি কর্মে, বিশ্রামে
নিশি দিন জপি মনে প্রাণে
বার বার ফিরে যাই
সে মায়ার টানে


স্নেহধন্য কোল তোমার, হে সুখবিলাস
তোমারি বুকে হয় যেন মোর চিরনিবাস


March 2/2018 @সুখবিলাস গ্রাম