তোমার দুটি চোখ যেন যুগল দীঘির ঢেউ
ভেজা হিমেল হাওয়ার পরশে
হৃদয় বন্দরে উল্লসিত সোনালী ধানের ক্ষেত
নিশীথের হুতুম পেঁচার
জ্বলজ্বলে অন্ধকার চিরে প্রভাতী সূর্য হাসে
করাত চেরা গুঁড়িগুলি
ক্রমেই একত্রিত হয়ে কাণ্ডরূপে দাঁড়িয়ে যাচ্ছে
মাঘের জাপটে ধরা শুষ্ক-শীত-সুচ হাওয়া
সহসা হয়ে পড়ে আর্দ্র, ভারী পুলকিত
বালিয়াড়ির চরে আটক দেহ
উষ্ণ ওমে ফিরে পায় উজ্জীবন
কার কারসাজিতে এমন নাটকীয় আয়োজন
কী জানি কে ! হয়তোবা তুমিই !!


ফিরোজ, দিলকুশা, ০২/০১/২০১৭