যে যার মতো বেড়ে ওঠা
কোন এক মুগ্ধক্ষণে দুজনের জীবনপথ
সরল রেখায় এক হওয়া
সুখ দুঃখ, হাসি কান্না, রঙ তামাশায়
অনেকটা পথ এগিয়ে যাওয়া
পথিমধ্যে একজনার গতিপথ ক্রমেই
একটু একটু বেঁকে যাওয়া ৷


দুটি পথের মিলনে যদি বন্ধনও হয়
দুটি পথের সংস্পর্শে যদি মায়াও জড়ায়
পথের মাঝে ছিন্ন হয়ে
না হয় হোকনা সেসব স্মৃতি
তবু যৌথপথের সবটুকু অর্জন
অতি যতন করে আগলে রাখবো ৷


দূর দিগন্তে অনিবার্য ঝড়ের আলামত স্পষ্ট হলে
সে ঝড়ের ব্যথা সহে যাবার প্রস্তুতি নেয়াই শ্রেয়
যে ঘর ছাড়তেই হবে
তাকে আঁকড়ে ধরার টালবাহানাতে লাভ কি ?
সে ঘর ছেড়ে যাবার প্রস্তুতি নেয়াই ভাল ৷


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৭/০২/২০১৭