(১)  ভঙ্গুর


অন্তর যখনই
স্রোতস্বতীর ভঙ্গুর পাড় হয়
মোটেও দরকার হয় না
বড় কোন জলোচ্ছ্বাস কিংবা সুনামীর
নদীর স্বাভাবিক স্রোতের তোড়ে
অথবা ঢেউয়ের কিঞ্চিত আঘাতেই
শুধুই কানে আসে
ঝমঝম ভেঙ্গে পড়ার শব্দ ।


(২)  পিছুটান


পিছুটান সাবলীল চলার পথকে
কঠিন ও অমসৃণ করে
লক্ষ্য পৌঁছানোর সময়কে করে দীর্ঘ
কখনোবা পিছুটানে লক্ষ্যচ্যুত হতে হয়
অথচ কিছু কিছু পিছুটান
বাঁচিয়ে রাখে, বেঁচে থাকার প্রেরণা হয় ।


(৩)  তবে সব আম মোড়লের


আমগাছে ‍আম ধরেছে অসময়ে
নাকে নাকে সুঘ্রান পাকা হলুদ আমের
ভারী সুশ্রী, দারুণ লোভাতুর !
ন্যায্য হিসাব বুঝে পেতে ভাগীদারের দাবি
মোড়ল বড় বিচক্ষণ
মহামান্য ন্যায়পালের নিয়োগ
খুব খুশি সকলেই
সুসম বন্টনে কতো সভা, কতো আলাপ
কতো যে বিজ্ঞ মতামত
অবশেষে ন্যায়পালের সুচিন্তিত রায় প্রকাশ
তবে সব আম মোড়লের !!!


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৮/০২/২০১৭; ০৮/০২/২০১৭ ও ১২/০২/২০১৭