(১)  মনের পায়ে বেড়ি


মনের পায়ে পরায়ে বেড়ি
চিন্তা দ্বারে তালা
তবুও মন পালিয়ে যায়
কী যে ভারী জ্বালা
আটক হয়ে মনন পড়ে
জং মরিচা ফাঁদে
হারিয়ে সত্য ব্যাকুল হয়ে
রুগ্ণ চিন্তা কাঁদে ।


(২)   নীতি


যখন মন মনন হতে নীতিবোধ ছেড়ে যায়
লুব্ধ ‍অনৈতিকতা অন্যায় গেড়ে বসে অন্তরগহীনে
মুখে ফোটে প্রলম্বিত বুলি, প্রদর্শনেও পটু
অন্যের অঙ্কিত পরিপাটি চিত্রটি
ব্যক্তিত্বহীন বড়কর্তা নিজের বলে চালাতে দ্বিধাহীন ।


(৩)  প্রবৃত্তির চলন


পাপের পথে এক পা এগোলে
সামনে এসে দাঁড়ায় বিবেকের বাধা
প্রবৃত্তি যুক্তি দেয় তখন
“এ-তো সাময়িক, একটুখানি জেনে নিচ্ছি”
অতঃপর আরেকটু অগ্রসর
প্রবৃত্তির যুক্তি হয় এবার
“এখনোতো যোগ দেইনি পাপে
যথাসময়ে ফিরে আসবো”
উন্মন অচৈতন্যে এভাবেই কখন-যে
নিমজ্জিত, নিমগ্ন পাপের ভাগাড়ে ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১২/০২/২০১৭ ও ১৪/০২/২০১৭, দিলকুশা, ১৫/০২/২০১৭