অদৃশ্য কালিতে লেখা অন্তরের ডায়েরীটা
বৈভিন্ন্য বাঁকে বাঁকে অজস্র চৈতন্যের কোলাহল
বজ্র নিনাদ, ঝড় উঠেছে ডায়েরীটার পাতায় পাতায়
হৃদয় ছাপিয়ে সেসব উদ্ভিন্ন
উন্মনা অবচেতন, অচেনা দহন
না হয় নিবৃত, না যায় সহন
তুমি ভাস্বর আমি নিঃস্ব, তাতে দুঃখ নেই
তুমি ফুল আমি ভুল, তাতে কষ্ট নেই।


প্রবল অনুভবে বিবেকবন্দী অন্তকরণ
মোক্ষ ও নিস্কৃতির প্রত্যাশিত আরাধনায়
অন্তরের খাদ পুড়ে হোক খাক
অমলিন বোধের শুভ্রস্পর্শ জলে
প্রবৃত্তিমালিন্য তব হোক পূতপবিত্র
হে প্রভু ! প্রশান্তি, স্থিরতায় ভরে দাও চিত্ত
ভিতর বাহির করো একই সদৃশ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৫/০৩/২০১৫