অপমান, অপবাদ, লাঞ্ছনায়
আমার এখন শুঁয়োপোকা শরীর
দেহটা এদিক ওদিক বেঁকে যাওয়া
এখানে সেখানে গভীর গর্ত
আর অসংলগ্ন দাগকাটা ।


মূল উপড়ে ফেলা নুয়ে পড়া বৃক্ষ
যেমন অস্তিত্ব হারায়
জনসম্মুখে ছাত্রের চপেটাঘাতে
শিক্ষক যেমন নিঃস্ব হয়
সেই বুঝতে শেখার কাল থেকে
ধীরে ধীরে তিলে তিলে যেটুকু অর্জন আমার
সব হারিয়ে অপবাদের মালা পরে
একেবারেই অস্তিত্বহীন নিঃস্ব হলাম ।


বৃক্ষের সার্থকতা ফুল ফুটিয়ে
ফুলবিহীন বৃক্ষ অসম্পূর্ণ
পাতা ছাড়া ফুলের মহিমা বিঘ্নিত
মূল, কাণ্ড, শাখা, পাতা, ফুল নিয়ে
বৃক্ষ হয়ে ওঠে পরিপূর্ণ
বোঝাপড়ার অভাব, অনৈক্য, সমঝোতাহীনতায়
জ্বলে জ্বলে একাকীত্বের স্বাদে বন্ধুহীন বিরান
কর্তব্যের শিকল ঘাড়ে পরে
শুধু্ই একাকী পথ চলা ।


লাভ কি বলো
মৃতের মতো নিঃসাড় হয়ে বেঁচে থেকে
সব পিছুটান ছিন্ন করে
চিরতরে হারিয়ে যাব অনন্তের পথে
আমি ভীষণ নিষ্ঠুর হবো !!


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১০/০৫/২০১৭