প্রভু তুমি স্রষ্টা হয়ে
আনলে ধরায় আমিত্ব-গুণ
সেই গুণে জীব ঋদ্ধ হয়ে
কেবল বাজায় প্রাণের বীণ
সময় বহে দিন চলে তাই
সৃষ্টি মাঝে তোমার গান
‘আমির’ ভিতর তোমার কথা
জগৎ জীবন তোমার দান ।


দেহের মধ্যে ‘আমির’ ধারণ
ঐ ‘আমিতে’ কী কথা কয়
সিদ্ধ সীমায় নিয়ন্ত্রিত
‘আমির’ তরে নেই কোন ভয়
‘আমি’ যখন বাঁধনহারা
ধরায় আনে ধ্বংস ও ক্ষয় ।


ফিরোজ, দিলকুশা, ২৮/০৯/২০১৭