খালটি ভরাট করে
মাছের বিনাশ
নতুন খালের মাঝে
মাছের নিবাস ।


গুটি আমে বিষ দিলে
ধরে না তা কীটে
সুসময়ে টসটসে
পেকে হয় মিঠে ।


জোনাকির নিজে নিজে
পিটপিটে আলো
ধার করা আলো নিয়ে
চাঁদমামা ভালো ।


মেঘে মেঘে টাক লেগে
বিজলীর আলো
দেশে দেশে টাক লেগে
নেমে আসে কালো ।


জাঁকজমক সুন্দর
আঁখিপাতে ধরি
অন্তরের কুহুতান
মননেতে জারি ।


যদিও তোমার কথা
বড় বেশি তিতা
তবুও তুমি আমার
অতি প্রিয় মিতা ।


জাত গেল জাত গেল
প্রেম সর্বনাশা
তুমি আমি এক হলে
জেগে ওঠে আশা ।


ফিরোজ, মগবাজার, ১৭/০১/২০১৮