হাজার হাজার শতাব্দীর অভিজ্ঞাত
সৃষ্টি ও মানবতার কল্যাণ সাধনে
স্রষ্টা খুশি হন।


স্বার্থের ভাগ-বাটোয়ারায় না হয়ে নিমগ্ন
অন্তরতলে জ্বলে উঠুক
ত্যাগের মহিমান্বিত জ্বলজ্বলে শিখা
জৌলুসের খাজাঞ্চির দেখা
নাইবা মিললো কখনো
খ্যাতির প্রাসাদ হয়তোবা রচিত হবেনা
অবজ্ঞার চোখগুলো নাহয় ঘিরে ধরবে চারিপাশ
সৃষ্টি ও মানবতার মঙ্গলে তবুও
হেঁটে হেঁটে গেয়ে যাব গান
এভাবেই পেয়ে যাব স্রষ্টার সন্তোষ।


হে প্রভু কৃপা করো !
অবারিত ভাণ্ডার হতে ঢেলে দাও প্রেম
দাও স্বচ্ছ-প্রশান্ত ফোয়ারার অন্তঃকরণ
হিতকর ঢেউয়ে ঢেউয়ে উথলে উঠুক
ভালবাসার প্রশস্ত তীর
অবিরত সাঁতার কেটে পার হবো
চূড়ান্ত সফলতার তৃপ্তিকর চৌকাঠ ।


ফিরোজ, দিলকুশা, ০৪/০৩/২০১৮