বাবা আমার!
ভুলেই গেছি তোমার স্মৃতি
শুনেছি মায়ের কাছে
তোমার ছিল ভীষণ বড় মন
ডাকটিও নাকি মধুর ছিল
নেইকো আমার মনে
হয়তো ভারী দুষ্টুমিতে
কপট রোষের স্নেহের বারণ
জাপটে ধরে বুকের ভিতর
নিতে আমায় টেনে


বাবা! তোমার আদর
পড়ে না মনে
ভোর বিহানে হয়তো তোমার
কাঁধে চড়ে পায়ে পায়ে সবুজ মাঠে
হঠাৎ তুমি দিতে গালে
স্নেহের পরশ চুমু
নরম হাতে হাতটি রেখে
হাসি দিয়ে হয়তো তুমি
জড়িয়ে ধরে দিতে আদর
নেই যে আমার মনে


আজ একটুও না পড়ছে মনে
ছোট্ট পায়ে হাতটি ধরে
হয়তো আমি তোমার সাথে
গাঁয়ের পথে খুশির আমেজ
এটা ওটা হাজার কথা
এদিক ওদিক মেলার মাঠে
কেনাকাটা বায়না ধরা
দোলনা চড়ার মজা নেয়া
একটা সময় তোমার কোলে
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া


বাবা! তুমি তখন
গভীর স্নেহে জড়িয়ে ধরে
ফিরতি পথে পায়ে পায়ে
পৌঁছে বাড়ি বিছানাতে
শুইয়ে দিতে আদর করে


বাবা! তোমাকে আজ পড়ে না মনে …


ফিরোজ, মগবাজার, ১০/১০/২০১৯