বুঝে-শুনে কেউ ভুলে যায়
না বুঝেও কারো ভুল
ভুলের ফাঁদে পড়েই ঘটে
প্রলয়-কাণ্ড হুলস্থুল।


বিদ্যানিধির মস্তকে তাজ
অহংবোধের ভুল
ভ্রান্তিপাকে সীমালঙ্ঘন
জুলুমবাজির মূল।


শিক্ষাগুরুর শরম-লজ্জা
লাজুক বটে বেশি
ভুল করে সে ভুলের ঘোরে
করবে গড়িমসি।


রাজ-রাজড়াকে ভুলে ধরলে
বহন করে প্রজা
ভুলগুলোকে শোধন করে
নেইকো তেমন ওঝা।


ফল ফলাদি ভেজাল খাবার
বিষের বোঝা ভুলে
সুস্থ সবল জাতির আশা
শিকেয় দিচ্ছে তুলে।


নির্ধারকের মহা ভুলে
লোপাট কাড়াকাড়ি
হরেক রকম লুটের বহর
টানছে তাড়াতাড়ি।


মহৎ লোকের মহান ভুলে
মূর্খলোকে হাসে
বোকার স্বর্গে রইলে পড়ে
সেইতো কেবল ফাঁসে।


বোলে-ভুলে হেলাফেলা
অনেক বাড়াবাড়ি
আমোদ-প্রমোদ আটখানা ভাব
ভীষণ গড়াগড়ি।


বিচারপতির ভুলের ফলে
মরণ সর্বনাশ
যেমন তেমন বিচার চলে
ভুলে জীবন নাশ।


অন্ধ-কানুন বান্ধা-বাঁধন
ভুলের বাঁকে বাঁকে
ভুলের বলয় বেভুল জাতি
ফাঁদে দুর্বিপাকে।


ভুলের কলে ভুলের ফলে
ফ্যাসাদ মুসিবত
ভুলের সাজা ভুলে গিয়ে
ভুলের খেসারত।


এদিক সেদিক সবখানে হায়
নতির কড়া বড়ি
হালছাড়া নাও চলছে যেমন
ভুলের ছড়াছড়ি।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৩/০১/২০১৬