সুংরাইল বৃক্ষশাখে হলুদের সমারোহ আর নেই
কৃষ্ণচূড়া হারিয়েছে লাল
রঙ হারিয়ে ধূসর রক্তজবা
হাসনুহানা, গোলাপ, বাহারি ফুলেরা সুগন্ধহারা
ব্যাঘ্র, সিংহদের হুঙ্কারও ম্রিয়মাণ
ভীষণ নিস্তেজ তারকা
হেথা হোথা, যত্রতত্র অন্ধকার রাত্রির সিঁদকাটা ফোকর
কুয়াশার গুপ্ত কাটার ক্ষতে শোণিতের ধারা
নিশীথের সুপ্তিতে সবে যেন অক্টোপাস আটক
কালো কালো মেঘে ছেয়েছে দিগন্ত
রূপ-রস-গন্ধ, শৌর্য-বীর্য সবকিছু হাতছাড়া
এখন ভারী দুঃসময়, মহাপ্রলয়ে বিক্ষিপ্ত দিশেহারা
বৈরী সময় যখন, অবাঞ্ছিতের অমার্জনীয় উল্লাস
বল্গাহারা উন্নাসিকতার উগ্র অট্টহাসি ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৫/১১/২০১৬