আহা ! কী সুখ বন্ধনহীনতায়
ডানা মেলে নীল ছুঁয়ে দেবো আজ
এ - কী ! ক্রুদ্ধ আলোক ধারায়
ঝলসে গেল শ্বাস,
যেদিকে মন চায় হারিয়ে যাব দিগন্ত বরাবর
প্রমত্ত হবো, খেলবো লুটোপুটি
সম্মুখে এ কোন বাধা !
পদতলে ফোস্কা তোলে তপ্ত মরুবালু
একাকী অগম্য শ্বাপদসংকুল গিরিখাত
কিংবা দুর্গম বরফ-সমুদ্র ।


নিরঙ্কুশ অবাধ নয় সীমাহীন আকাশ - দিগন্ত
মন কিংবা ইচ্ছা - তাও নয় বাধাহীন
খোলা নির্জন প্রান্তরে
অবাধ স্বাধীনতার সুখ সাময়িক
বন্ধন ভালবাসার হলে, সে বন্ধন বড় উদার
আসলে বন্ধনেই মুক্তি
আর মহামুক্তি, প্রত্যক্ষ অনুপস্থিত অথচ সর্বত্র বর্তমান
সত্তার প্রতি বিশ্বাসের বন্ধনে ।


ফিরোজ, দিলকুশা, ১১/০৪/২০১৭