দখিনা মৃদুলা বাতাসের দোলায়
জড়তা ভেঙেছে শীতের, আগুনের রঙ যেন ফাল্গুনের
কে তুমি বউ কথা কও পাপিয়া !
পাতার আড়ালে সুকণ্ঠে কুহুকুহু তান
কার নিবিড় প্রেম-পরশে এমন মদিরাসুর !
শিমুলের হাসিরাঙা ঠোঁটে কার আলাপন !
কর্ণে কর্ণে ধ্বনিত দুয়ারির হাঁকডাক
খিড়কি খোলার আওয়াজ হাওয়াতে
আঙিনার মাচাতে কুমড়ো ফুল
যেন হলুদ পাখি সুরেলা কণ্ঠে বলে যায়
এলোরে বসন্ত, তোরা কে কোথায়
এবার জেগে ওঠ বরণের উৎসবে, সেজে ওঠ বর্ণে বর্ণে
পলাশ, পারুল, কৃষ্ণচূড়া, ঝুমকো জবার লাল গালিচা
মেখেছে আজ যেন ফাল্গুনী অনুরাগ
রঙ ধরেছে গাছে গাছে, নব পত্র-পল্লব ডালে ডালে
রঙে রঙে সেজেছে মাঠ, বনবাদাড়, বাগিচা
ললনার অঙ্গে শোভিত বাসন্তীর কারুকাজ
পেতেছে হলুদ চাদর সরিষার ক্ষেত
গাঁদা ফুলের কলকলে মিষ্টি হাসি
মধুকরের গুনগুনানি, মধুপানে ব্যস্ত সারাক্ষণ
নয়া যৌবন উঁকি মারে কুসুমানুরাগে, উথলে ওঠে প্রেমিক মন
রূপ রসে ভরা নিসর্গের মনোরম ভূষণ
খাঁচা ভাঙ্গা মুক্ত পাখি অবারিত, চঞ্চল, উজ্জ্বল, উচ্ছল
চোখে মুখে কেবলই বসন্তানুরাগের খেলা ।


ফিরোজ, মগবাজার, ১৩/০২/২০১৮