পারিপার্শ্বিক অসভ্যতায়
নীতিহীন অশুচিতার গল্প চলে
নিত্যানন্দ দিনগুলিকে গ্রাস করে নেয়
মাথায় পচন ধরলে
সহসা স্বমূলে ধ্বংস হতে হয়
শক্তিকেন্দ্র হতে নির্মমতা, অনাচার, জুলুম
যদি প্রতিনিয়ত নির্গত হতে থাকে
জিঘাংসায় বিলুণ্ঠিত হয় মনুষ্যত্ব
ধূলায় গড়াগড়ি খেতে থাকে মানবতা ।


যার যেখানে অনুকূল সময়
সর্বস্ব গিলে খাওয়ার মহাধুম
বেনিয়ান রাজনীতির ভয়ানক আঁচড়ে
খামছে ধরে পতাকা, খাবলে খায় দেশটাকে ।


পারলে উপহার দাওনা
একঝাঁক শুচিতার কাব্যপরশ
যদি পরিশুদ্ধ হয় !


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৭/০১/২০১৫