(১) ঔদ্ধত্যে বিপর্যয়


মাটির মানুষ গর্ব নিয়ে
সূর্য ছুঁতে নাই
সূর্য ছুঁলে অগ্নি তেজে
পুড়ে হয় যে ছাই ।


পিপীলিকায় দেমাক ভর
আর মাটিতে নয়
এবার তারা পাখনা মেলে
আকাশ করবে জয়
পাখির ঠোঁটে আহার হয়ে
জীবন করলো ক্ষয় ।


(২) আবদ্ধতার বিষ


ঈগল পাখি ভুলে গেলে
উড়তে পারার কথা
দুপাখনাতে ভর করে তার
মৌন নীরবতা ।


বিবেক কণ্ঠ হলে রুদ্ধ
গভীর শূন্যতাতে
স্বাধীন মনন হলে বিদ্ধ
আঁধার পূর্ণতাতে
মানবতা ডুকরে কাঁদে
নষ্ট জিঘাংসাতে ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৩/০৯/২০১৫