রমজানের শেষে উদিত হলো
        শাওয়ালের নতুন চাঁদ
                       এলোরে ঈদ!
সকলের তরে সেই খুশির দোলা
        কল্লোলিত কলরবে দুঃখ ভোলা
অনুরাগ আবেশে জেগেছে ধরা
        ভালবাসার নব আবাদ
                       টুটেছে নিদ!


মুছে যাক অশ্রু, সজল আঁখি
        কালিমা গ্লানি হোক-যে শেষ
                       পুলকে ভরি!
আনন্দ সুখের বান, আসুক আজ
        অন্তর-অন্তরেতে প্রীতির সাজ
ভুলি যে শত্রুতা প্রেমের গানে
        বৈরীতাহীন মিত্র বেশ
                       আশার তরী!


পুণ্যাত্মাদের খুশির দিনে
        প্রতিবেশীর পালিত হক
                       অবাধ দ্বার!
দিকে দিকে উঠিছে আজ হর্ষ রব
        ভুলে বিষাদ হিংসা দ্বেষ অভেদ সব
দৃঢ় আত্মীয়তা বাঁধা অটুট
        রহমতের বারি আসুক
                       ধারা অঝর!


(মাত্রবৃত্ত ছন্দ ৭+৫; ৫+৫; ৫; ৯+৫; ৯+৫; ৭+৫; ৫+৫; ৫)
ফিরোজ, গোয়ালপাড়া, খুলনা, ১৯৯৬