সগৌরবে মাথা উঁচু করে, ওড়ে একুশ পতাকা
সীমানা ছেড়েও জ্বলজ্বলে, হৃদয়ের মাঝে আঁকা
একটি শব্দে একটি নামে, রক্তে ওঠে যে কাঁপন
মা নাম নিলে জড়ায় মায়া, বন্ধনে অতি আপন।


রক্তে জড়ানো বায়ান্ন সাল, কয় কথা ইতিহাস
লালে লাল পিচঢালা পথ, ক্রুদ্ধ বারুদে উল্লাস
মায়ের মুখে ভাষার তরে, রাজপথে ঢালে খুন
অধিকার হারা বদ্ধ হয়ে, যাবেনা একটি দিন।


সেই মায়ের মুখের ভাষা, যদি কেউ কেড়ে নেয়
মানবোনা অবিচার কেউ, ভাসিয়ে দেবো ঘৃণায়
ছোট বড় যতো ভাষা আছে, এই দুনিয়ার মাঝে
জেগে উঠুক বেঁচে থাকুক, আপন আলোর সাজে।


নিজ ভাষাতে কতই মধু! কী-যে শান্তি অফুরান!
আপন মুখে নিজের ভাষা, ভরে ওঠে চেত-প্রাণ
মায়ের ভাষাতে তুমি আমি, মুখরিত সমুচ্ছল
মায়ের ভাষার অধিকার, একুশেই সমুজ্জ্বল।


সে একুশ অজর অমর, ধন্য হলোরে জাহান
এক চেতনে এক কেতন, উড়ছে সারাটিক্ষণ।


ফিরোজ, মগবাজার, ০৩/০২/২০১৮