আজি উৎসবে ঝলমল আলোকিত
আতশবাজির উল্লসিত শব্দমিছিল
হেথা-হোথা বিপুল জনস্রোত, জনসমাগম
আনন্দ প্রবাহের শনশন কলকাকলি
বিমোহিত মননের মনুষ্য চেতনে
প্রত্যাশার সুউচ্চ উজ্জ্বল আবাহন
তবু আকাশের এককোণে
অস্বচ্ছ মেঘের ঘনঘটা
কেন জানি বারবার টেনে নেয়
অতীত স্মৃতিঘন কাল-বেলা
আনন্দ উৎসবের মিলন মেলা
সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হস্তমুঠি
গেয়ে যাই তারই জয়গান
আমরা মিলেমিশে বন্ধু রব
এসো তবে
একে একে সবে মিলে একাত্ম হই
প্রিয় এ ধরিত্রীর সমতল উৎসবে।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৫/০৯/২০১৬