হে জগত অধিপতি দয়া অফুরান
ফুলে ফলে সজীবতা ভরা এ জমিন
দেহে প্রাণ দিয়েছো হে মহা মহীয়ান
ক্ষণেক্ষণে কেঁপে ওঠে চকিত হরিণ৷


বেখবরে বেহিসাবে কেটেছে সময়
পাপে পাপে দিশেহারা অসীম অপার
তবু তুমি রহমান দিয়েছো অভয়
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে ধারা করুণার৷


ভুলে ভরা প্রাণে প্রাণ চেতন অধীর
বারেবার পথ ভুলি হিয়াও বধির
হিদায়ার নিশানাতে জ্বেলে দাও প্রাণ
সঠিক সরল পথে যেন গাই গান৷


হে জগত-অধিপতি হে স্রষ্টা মহান
এ অধম সাধ্য যতো করে গুনগান৷


ফিরোজ, মগবাজার, ১৯/০৪/২০২৪