কিছুটা সময় অবসর যাপন
সেই সুদূর সমুদ্র দ্বীপদেশে
শোঁ শোঁ অবিরত গর্জন সমুদ্র হিল্লোলে
নোনাজল তরঙ্গে সিক্ত বেলাভূমি
নেচে নেচে উঁচুনিচু শুভ্র সফেন-ঢেউ খুঁজে পায় তীর
সাগরের বিশালতা কেমন যেন এক শূন্যতা আনে
মাঝে মাঝে মনে হয়
ঢেউ-তরঙ্গে মেতে ওঠা শব্দের খেলাগুলো
সাগরের বুকে জমে থাকা কান্নার আওয়াজ
কখনো-বা মনে হয় ফেনিল ঢেউগুলো
প্রহেলিকার তীব্র অট্টহাসি
আবার দ্বিধাগ্রস্ত মন ভাবে, সাগর বোধহয়
ঢেউয়ে ঢেউয়ে নিয়ে এলো অনাবিল আনন্দবান
সমুদ্র তুমি বড় হেঁয়ালি কর !


তুমি বিশাল, তুমি উদার হে সমুদ্র !
ফেনিল তরঙ্গে ভিজিয়েছি মন, খেয়ালের বশে
খেলেছি কতেক এলোমেলো কিলবিল খেলা
জড়িয়ে নিলাম
অন্তরের অন্দরে হেঁয়ালি সমুদ্রের ঢেউ ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৪/১২/২০১৬