আরে, কী জ্বালাতন !
হাওয়া এসে শিস দিয়ে যায়
ফুরফুরে বাতাসের দোলায়
তাধিন ধিন তা-না
নূপুর নিক্বণে নৃত্য ঝংকার
তারপর, শনশন … হু … হু …


ওরে, ও পাখি !
কেন কাঁদিস, কাঁদিসনে !
কাঁদতে যে মানা
খাঁচায় বন্দী তুই রে
শেখানো বোলই কেবল জানা
হাওয়া এসে যতই
শিস দিয়ে যাক
পরান খুলে গান
আজ না হয় থাক !


ফিরোজ, দিলকুশা, ২৩/০১/২০১৮