দিন যায় রাত যায় দিন যায় চলে
পরশনে সুখ দুঃখ কতো কথা বলে
ভোরের মাধুরী ‍যদি টেনে নেয় বেলা
চমকিত সুর গান করে শুধু খেলা
জীবনের গতি যদি গোধূলি লগন
তমসার রঙ তব জড়ায় তখন
দিন রাত খেলা করে নদী উচাটন
জোয়ার ভাটার মতো করে কলতান ।


এরই মাঝে জীবন বয়ে নেয় তরি
আহারে বিহারে ভাই নয় জারিজুরি
নয় গ্লানি নয় খেদ নয় মনঃপীড়া
জীবনের গান নেই সুখ দুঃখ ছাড়া
মহাকাল ধরণীতে তুমি আমি সবে
এই হাসি এই কান্না দিন রাত রবে ।


ফিরোজ, দিলকুশা, ০১/০২/২০১৮