যদি পারতাম! সাজিয়ে নিতাম
ছন্নছাড়া পঙক্তিমালা
অনুভবগুলো জমা হতো কবিতার পাতায়
অনুভূতির কণাগুলো বর্ণে বর্ণে জড়িয়ে যেত
শব্দগুলো হয়ে উঠতো হৃদয়ের নির্যাস
যদি পারতাম! লিখে দিতাম
একটি শ্রেষ্ঠ কবিতা
অন্দর কোলাহলে কি যে অস্থির মন!
ভাবের দোলনায়
ক্রমাগত আন্দোলিত অন্তর-কুঠরি
নিপুণ প্রকাশে কেবলই অক্ষমতা … ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৯/০৮/২০১৭