একে একে সব দরজা বন্ধ হয়ে যায়
আশ্রয় কোথায় ভীষণ উৎকণ্ঠিত মানুষগুলোর?
হৃদয়ে আকাশ নেই
বাতাসে প্রেরণা নেই
ফাঁপা বুকের মধ্যে বদ্ধ স্বর গুমরে গুমরে কাঁদে
অবিচারের হতাশায় যাযাবরের মনন-পাত্রে
কেবলই উগ্রতার জল জমা হয়
জল জমতে জমতে ভীষণ বড় জলাধার
বাঁধ ভেঙে জলোচ্ছ্বাসে ভাসিয়ে দেবার অপেক্ষায়
উগরে দেয়া ঘৃণার আগুনে কেবলই জ্বলে
তুষ কিংবা কয়লার মতো সুপ্ত আছে আগুন
হাপরের সামান্য হাওয়াতে দিগ্বিদিক
জ্বালিয়ে ছাই করবে হয়তো
যে হৃৎপিণ্ডে আশার বীজ অনুপস্থিত
সেখানে শুধুই শূন্যতা
এ শূন্যতা কখন জানি রূপ নেয় কৃষ্ণগহ্বরে !!


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০২/০৬/২০১৭