না, কোন পোষমানা পায়রার গল্প নয়
সে রাতে আসর বসেছিল
নির্ভেজাল জ্যোৎস্না ঝরে পড়ার গল্পের আসর
ভরা পূর্ণিমার আবছায়া আলোতে ভেবেছিলাম
দিগন্তের সবুজ ছেঁকে
তারুণ্যের বালতিভরা প্রাচুর্য সম্মুখে দাঁড়ানো
সরল সজ্জিত ঘর-দোর
তখন আলিশান প্রাসাদের মতো
মুহূর্তের কাব্যে বিভোর-পাগলপারা
বারংবার মেখে নেয়া জ্যোৎস্নার রঙে
গাঢ় থেকে গাঢ়তর
ক্রমেই ডুবে যাওয়া স্বপ্নের অতল সীমানায় ।


ফিরোজ, মগবাজার, ২৮/১১/২০১৭