পৃথিবীর গ্রীবাতে পড়েছে
এ কোন হিংস্রক হাত !
সুনামির ঢেউয়ে ঢেউয়ে আছড়ে পড়ে আর্তনাদ
বরফ-পাহাড়, সাগর, নদী
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে
কূল ছাপিয়ে বসুমতীর কোলে
সে কান্নার জল বহে
জমাট বাঁধা ছোপ ছোপ রক্তে লাল
পৃথিবীর সবুজ গালিচা
মৃত্যুকূপ হতে কেবলই বিলাপের ধ্বনি ।


এ কোন সভ্যতার সকাতর চিৎকার !
কাঁদে বিশ্ব
  কাঁদে ধরণী
    আর কেঁদে চলেছে মানবতা … !


স্বাপ্নিক তরুণেরা, এসো !
জড়ো হই স্বপ্নের মিছিলে
পবিত্র নতুন জোয়ারে ভাসবো, ভাসাবো বলে … ।


ফিরোজ, দিলকুশা, ০৩/১২/২০১৭