পাহাড়ি পথে পথে সহস্র বাঁক
সে বাঁক পেরিয়ে সুউচ্চ চূড়া
পাহাড়ের শিখরে উঠে
মেঘে ছুঁয়ে দিয়েছি হাত
শীতল স্পর্শে শিহরণ ওঠে
রোমাঞ্চিত মন, যাযাবর মন যেন
বিগলিত শিশির কণা
অদ্ভুত আবেশে জড়ানো প্রতিবেশ
যেন আরো বেশি উদার আকাশ
পাহাড়গুলো থরে থরে দাঁড়িয়ে
অনিমেষ উঁকি দেয় সুদূরে
কুয়াশার চাদরে অপরূপ সাজে
লতা-গুল্ম বৃক্ষরাজি
যেন ঘোমটা টানি পাহাড়ি পথে
হেঁটে যায় কোন লজ্জাবনত বধূ
মনে হলো সেদিনের উল্লসিত বেলায়
বিষণ্ণ সংকীর্ণতা ভুলে
হয়েছি অনেক বেশি উদার।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৫/০২/২০১৬