সারবিহীন কথা-বার্তা
আগডুম-বাগডুম
বেহুদাই ছোড়াছুড়ি
আন্ডা-পাঠ ঘোড়াড্ডিম
যে কথাতে না পায় কোন
সমতা-সাম্য
সে কথাতে ঝগড়া-বিবাদ
বেরস কম্ম
অপক্ক অসিদ্ধ কথা
হয়ে পড়ে ঘৃণ্য
সমাজের কাছে
ন‍া হয় সেটা কাম্য।


শান্ত সাগর-জল
অকারণ ফুঁসে নাই
ভুমিকম্প ঘূর্ণিহাওয়া ছাড়া
সুনামিতে ভাসে নাই
অসভ্য-অসিদ্ধ কথা
জনপদ ক্ষুব্ধ
অবাধ্যতা প্রতিঘাতে
প্রতিবেশ বিদ্ধ।


পুষ্ট কথার বচনে
ভিন্নভাব থাকতে পারে
প্রকাশে নেইতো বাধা
মতভেদ হতে পারে
সুষ্ঠু কথা-চিন্তা
যেথা নয় অপমান
সে কথা, সে চিন্তা
জনপদ পায় মান।


যে বচন পক্ক
তাতে সবার সখ্য
তুমি তোমা-কথা বলো
তাতে কোন বাধা নেই
আমি আমা-কথাগুলো
যথাযথ বলবো।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০১/০৩/২০১৬