অপরিণত কাঠের আসবাব
সেখানে কান পাতলে শোনা যায়
কুট-কুট ক্ষীণ আওয়াজ
ঘুণ কীট কুরে-কুরে খায়।


অরক্ষিত বা বিভ্রান্ত চেতনার দেয়াল
মনন ও মূল্যবোধের প্রাসাদে
কখন যে ঘুণ পোকা ঢুকে পড়ে
অগোচরে-নীরবে চেতনার গহীন কন্দর
করে দেয় নিঃশেষ।


বেহিসাবি বা অসতর্কতায় যাপিত জীবন
অন্দরে নিভৃতে বাসা বাধে ঘুণ কীট
কখন যে সময় হয়ে যায় শেষ
সহসা দেহ-কুঠুরিগুলো
হয়ে পড়ে নিস্তেজ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৭/০৬/২০১৫